দক্ষিণ আমেরিকার সেরা কোচ লিওনেল স্কালোনি

দীর্ঘ ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে লিওনেল স্কালোনি জিতেছেন ফিফার বর্ষসেরা কোচের পুরস্কার। এবার দক্ষিণ আমেরিকার সেরা কোচের খেতাবও জিতলেন তিনি। সেটাও বিশাল ভোটের ব্যবধানে।

- Advertisement -

গতকাল দক্ষিণ আমেরিকার বর্ষসেরা কোচের ভোটাভুটির ফল জানিয়েছে উরুগুয়ের সংবাদমাধ্যম ‘এল পাইস’।

- Advertisement -google news follower

সংবাদমাধ্যমটি জানায়, বর্ষসেরা কোচ নির্বাচিত হওয়ার পথে স্কালোনি পেয়েছেন ১০৭ ভোট। দ্বিতীয় সেরা ব্রাজিলের ক্লাব পালমেইরাসের কোচ আবেল ফেরেইরার সঙ্গে তার ভোটের পার্থক্য ৭২টি। ফেরেইরা পেয়েছেন ৩৫ ভোট। গতবার পুরস্কারটি ফেরেইরাই জিতেছিলেন।

১৯৮৬ সাল থেকেই দক্ষিণ আমেরিকার বর্ষসেরা কোচের পুরস্কারটি দিয়ে আসছে ‘এল পাইস। ’ এই মহাদেশের ক্লাব ফুটবল ও জাতীয় দলের কোচদের মধ্য থেকে সেরা বেছে নেওয়া হয়।

- Advertisement -islamibank

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে, মোট ২১৮ জন সংবাদকর্মী এই ভোটাভুটিতে অংশ নিয়েছিলেন।

স্কালোনির হাতে পুরস্কার ওঠায় এ নিয়ে মোট ৩৭ বারের মধ্যে ২১ বারই দক্ষিণ আমেরিকার বর্ষসেরা কোচের পুরস্কার জিতলেন আর্জেন্টিনার কেউ। মোট ১২ জন আর্জেন্টাইন কোচ এ পুরস্কার জিতেছেন। সর্বোচ্চ পাঁচবার এ মহাদেশের বর্ষসেরা কোচ হয়েছেন আর্জেন্টাইন কার্লোস বিয়াঞ্চি।

গত বছর ইউরো চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে ‘ফিনালিসিমা’ জয়ের পর কাতারে বিশ্বকাপ জিতেছেন স্কালোনি। এর আগের বছর, আর্জেন্টিনাকে জিতিয়েছিলেন কোপা আমেরিকার শিরোপাও। যে কারণে গত মাসে ফিফার বর্ষসেরা ‘বেস্ট মেনস কোচ অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন স্কালোনি।

একই দিনে স্কালোনির সঙ্গে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত নতুন চুক্তি করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সব মিলিয়ে সময়টা বেশ কাটছে স্কালোনির।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM