চমেক ছাত্রলীগের ৭ জনকে শিক্ষা কার্যক্রম থেকে বহিষ্কার

চট্টগ্রাম মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের চার ছাত্র—সাকিব হোসেন, জাহিদ হোসেন, আবু রাইয়াত ও মোবাশ্বির হোসেনকে গত ৮ ফেব্রুয়ারি প্রধান ছাত্রাবাসের একটি কক্ষে নিয়ে পেটানো হয়।

- Advertisement -

ছাত্রাবাসে চার সাধারণ শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় সাত ছাত্রলীগ নেতাকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে চমেক কর্তৃপক্ষ।

- Advertisement -google news follower

আজ সন্ধ্যায় বৃহস্পতিবার একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সাতজনই নিজেদের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী বলে পরিচয় দেন।

শাস্তিপ্রাপ্ত ছাত্রদের মধ্যে চমেক ৫৯ ব্যাচের অভিজিৎ দাশকে তিন বছরের জন্য কলেজের যাবতীয় শিক্ষা কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়। দুই বছরের জন্য বহিষ্কার করা হয় ৫৯ ব্যাচের রিয়াজুল ইসলাম, ৬২ ব্যাচের সাজু দাশ ও একই ব্যাচের সৌরভ দেবনাথকে।

- Advertisement -islamibank

দেড় বছরের জন্য বহিষ্কার করা হয় মাহিন আহমেদ, জাকির হোসেন ও ইব্রাহিম খলিলকে। তিনজনই ৬২ ব্যাচের শিক্ষার্থী। এর মধ্যে ইব্রাহিম খলিল ছাড়া বাকিদের আগেও বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছিল।

চমেক অধ্যক্ষ সাহেনা আক্তার বলেন, ‘তাদের ১ থেকে ৩ বছর পর্যন্ত বহিষ্কার করা হলো।

জেএন/এফও/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM