বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা বাংলা নামের দেশ পেতাম না। চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে ১৭ মার্চ বিকালে চেম্বারের সেমিনার হলে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট ইন-চার্জ ও সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা মোস্তফা একথা বলেন।
তিনি আরো বলেন, পাকিস্তানিদের অপশাসন থেকে মুক্ত করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছেন।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালক রেবেকা নাসরিন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর গান পরিবেশন করেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালক সাবিনা কাইয়ুম। নৃত্য পরিবেশন করেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সদস্য জান্নাতুল ফেরদৌসের মেয়ে অর্পিতা ফেরদৌস আবিদা।
পরে সমবেতভাবে কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্যাপন করা হয়।
অনুষ্ঠানে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর ভাইস-প্রেসিডেন্ট নিশাত ইমরান, পরিচালকমন্ডলী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জেএন/এফও/এমআর
রিপোর্ট : এফও