প্রথমবারের মতো তরমুজ গেলো মালয়েশিয়া

চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে প্রথমবারের মতো মালয়েশিয়ায় এক কনটেইনার তরমুজ রপ্তানি হয়েছে। সম্প্রতি মালয়েশিয়ায় বাংলাদেশের গ্রীষ্মকালীন এই ফলটির ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে।

- Advertisement -

শুক্রবার (১৭ মার্চ) দুপুরে শীতাতপ নিয়ন্ত্রিত কনটেইনারে ১৩ হাজার কেজি তরমুজের একটি চালান জাহাজের মাধ্যমে মালয়েশিয়া রপ্তানি করেছে চট্টগ্রামের সাত্তার ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান।

- Advertisement -google news follower

সাত্তার ইন্টারন্যাশনালের মালিক আব্দুল কাইয়ুম জানান, মালয়েশিয়ায় বাংলাদেশি তরমুজের ব্যাপক চাহিদা রয়েছে। চাহিদা বিবেচনা করে প্রথমবারের মতো তরমুজ রপ্তানির উদ্যোগ নেওয়া হয়। গত কয়েকদিন ধরে বগুড়া শিবগঞ্জের চাষিদের কাছ থেকে তরমুজ সংগ্রহ করে মালয়েশিয়া রপ্তানি করা হয়েছে।

তিনি আরও জানান, গতকাল বৃহস্পতিবার ১৩ হাজার কেজি তরমুজ শীতাতপ নিয়ন্ত্রিত কনটেইনার ভর্তি করে জাহাজে তুলে দেওয়া হয়। জাহাজটি শুক্রবার (১৭ মার্চ) দুপুরে চট্টগ্রাম বন্দর ত্যাগ করে। প্রথমবার রপ্তানি হওয়া এই ফলটি থেকে প্রায় ৪ হাজার ডলার আয় করা সম্ভব হবে বলে মনে করেন আব্দুল কাইয়ুম।

- Advertisement -islamibank

চট্টগ্রাম বন্দরের উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রের সংঘনিরোধ রোগতত্ত্ববিদ সৈয়দ মুনিরুল হক জানান, যথাযথ পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে চট্টগ্রাম বন্দর হয়ে তরমুজ রপ্তানির প্রথম চালান মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেছে। এর আগে কখনো তরমুজ রপ্তানি হয়নি। এর মাধ্যমে দেশের তরমুজ রপ্তানির নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM