বিএসপিআইএ একাডেমিক ভবন নির্মাণ করা হবে: দীপংকর তালুকদার

কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে একাডেমিক ভবন নির্মাণ করে দেওয়া হবে।

- Advertisement -

শুক্রবার (১৭ মার্চ) বিকালে অত্র ইনস্টিটিউট এর প্রাক্তন ছাত্র-ছাত্রীদের আয়োজিত পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি এই প্রতিশ্রুতি দেন।

- Advertisement -google news follower

এছাড়া তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানে অংশ নেন।

এসময় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী ফজলুল বারী চৌধুরী’র সঞ্চালনায় এবং প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সভাপতি প্রকৌশলী আহমেদ কামাল চৌধুরী সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে, ৪নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ইন্সটিটিউট এর অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার।

- Advertisement -islamibank

পরে দীপংকর তালুকদার এমপি সুইডিশিয়ানদের প্রবাহ ম্যাগাজিন মোড়ক উম্মোচিত করেন। এর আগে সকাল হতে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের আনন্দ শোভাযাত্রা, স্মৃতিচারণ বিনামূল্য রক্তদান, চক্ষু শিবিরসহ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। পূর্ণমিলনীতে দেশ-বিদেশ হতে প্রায় দুই হাজার বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

জেএন/ঝুলন/এফও/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM