চট্টগ্রাম নগরের ৪১ টি ওয়ার্ডকে আলোকায়নের লক্ষ্যে ছয়শ ৩০ কোটি টাকার মেগা প্রকল্প গ্রহণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। শনিবার (৪ আগস্ট) পাহাড়তলী ওয়াডের ফিরোজ শাহ কলোনীতে এলাকাবাসীর সাথে মতবিনিময়কালে সিটি মেয়র আ জ ম নাছির এ কথা জানান।
চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির বলেন, ভারত সরকারের অর্থ সহযোগীতায় এ প্রকল্প নেওয়া হয়েছে। বর্তমানে প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় (একনেকে) চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ইতোপূর্বে নগরের কয়েকটি রোডে এলইডি আলোকায়ন নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে এয়ারপোর্ট রোড, কামাল আতাতুর্ক রোড, মেহেদীবাগ রোড, চট্টেশ^রী রোড, বায়েজিদ বোস্তামি রোড, হাটহাজারী রোড, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, জেল রোড এর আয়ত্তয় এসেছে।
প্রকল্পটির সুবিধার কথা উল্লেখ করে মেয়র বলেন, এলইডি বাতি বিদ্যুৎ সাশ্রয়ী, বেশি আলো, এ বাতির মেয়াদ দীর্ঘস্থায়ী এবং এর রক্ষণাবেক্ষণ ব্যয় কম। নতুন প্রকল্পটি চালু হলে অচিরেই অবশিষ্ট এলাকায় এলইডি আলোকায়ন নিশ্চিত হবে। আগামী দুই বছরের মধ্যে প্রকল্পটির সুবিধা পাবে নগরবাসী।
তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের তিন বছরের মধ্যে নগর উন্নয়নের প্রায় ২ হাজার কোটি টাকার কাজ সম্পন্ন করা হয়েছে। উত্তর পাহাড়তলী ওয়ার্ড এলাকায় বিগত তিন বছরে সড়ক,অবকাঠামো উন্নয়ন খাতে প্রায় ৪৯ কোটি টাকার কাজ বাস্তবায়িত হয়েছে। এর অংশহিসেবে ২০১৫-১৬ অর্থ বছরে প্রায় ৩২ কোটি টাকা, ২০১৬-১৭ অর্থ বছরে ১৫ কোটি ৫৩ লাখ ৮৫ হাজার, ১৭-১৮ অর্থ বছরে প্রায় ৭ কোটি ৮১ লক্ষ ২০ হাজার টাকার উন্নয়ন কাজ সম্পন্ন করা হয়েছে। চলতি অর্থ বছরে এই এলাকার উন্নয়নে আরও ১৩ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।
তিনি এসময় চলমান উন্নয়ন কাজ তদারক করার জন্য এলাকাবাসীকে আন্তরীকভাবে আহ্বান জানান। এর আগে বঙ্গবন্ধু চত্বর উদ্বোধন ও ফলক উন্মোচন করেন।
কাউন্সিলর জহুরুল আলম জসিমের সভাপতিত্বে সভায় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর এইচ এম সোহেল, মোরশেদ আকতার চৌধুরী, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আবিদা আজাদ, সাবেক কাউন্সিলর এস এম আলমগীর, উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন, কাজী আলতাফ প্রমুখ।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব সফর আলী, প্যানেল মেয়র নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, সীতাকু- উপজেলা চেয়ারম্যান আল মামুন, একেএম বেলায়েত হোসেন, মুক্তিযোদ্ধা গাজী সালাউদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।