ব্যাট কিংবা বল, দুটোতেই অনন্য সাকিব আল হাসান। ইংল্যান্ড সিরিজে স্পর্শ করেছিলেন ৩০০ উইকেটের মাইলফলক। আয়ারল্যান্ড সিরিজে ক্যারিয়ারের ২২৮তম ম্যাচে পৌঁছালেন সাত হাজারি ক্লাবে। সনাথ জয়সুরিয়া ও শহিদ আফ্রিদির পর তৃতীয় ক্রিকেটার হিসেবে এই অর্জন বিশ্বসেরা অলরাউন্ডারের।
আয়ারল্যান্ডের সিরিজের পূর্বে সাত হাজারি ক্লাব থেকে ২৪ রান দূরে ছিলেন সাকিব। সিরিজের প্রথম ম্যাচে ব্যাটে নেমে ১৯.৫ ওভারে মাইলফলক স্পর্শ করেন দেশ সেরা তারকা। সাকিবের আগে ৩০০ উইকেট ও সাত হাজার রানে মাইলফলক স্পর্শ করেছিলেন লঙ্কান কিংবদন্তি সানাৎ জয়সুরিয়া ও পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।
ক্যারিয়ারে ৪৪৫ ম্যাচ খেলেছিলেন জয়সুরিয়া। ব্যাট হাতে করেছেন ১৩ হাজার ৪৩০ রান। বল হাতে নিয়েছেন ৩২৩টি উইকেট। আফ্রিদি ৩৯৮ ম্যাচে করেছেন ৮ হাজার ৬৪ রান। উইকেট নিয়েছেন ৩৯৫টি।
সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটে নেমে ইনিংসের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তৃতীয় ওভারেই সাজঘরে ফিরে যান তামিম ইকবাল। ডানহাতি পেসার মার্ক অ্যাডায়ারের আউটসুইংয়ের মুখে আলতো করে ব্যাট ছোঁয়ান বাংলাদেশ অধিনায়ক। প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা পল স্ট্রিলিং তা লুফে নেন।
দশম ওভারে সাজঘরে ফেরেন লিটন দাসও। ৩১ বলে ২৬ রান করেন তিনি। কার্টিস ক্যামফারের বলে স্ট্রিলিংয়ের হাতেই ক্যাচ দেন এ ওপেনার। ১৭তম ওভারের তৃতীয় বলে ৮১ রানে ফেরেন নাজমুল হোসেন শান্ত। ৩৪ বলে ২৫ রান করেন এই ব্যাটার।
এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৩৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৭৬ রান। ফিফটি পেরিয়েছেন সাকিব। পঞ্চাশ পূরণের অপেক্ষায় রয়েছেন অভিষিক্ত তৌহিদ হৃদয়।
জেএন/এমআর