ভারতের কলকাতার বাঙালিদের দুর্গাপূজা বেশ ভালোই কেটেছে। রাজ্যের আবগারি দফতরের তথ্যে অন্তত এমনই আভাস মিলেছে। কারণ পুজোর মাসে সরকার যে বিক্রি করেছে ১ হাজার ২৭৫ কোটি টাকার মদ!
আবগারি দফতর তৈরি হওয়ার পর কোনো এক মাসে এত রাজস্ব নাকি আগে কখনো আসেনি। তাই খুশি সরকার। আর রাজ্যবাসী যে খুশি মনেই পুজোর সময় দেদার মদ খেয়েছে তাও মনে করছেন আবগারি কর্তারা।
তবে এখানেই শেষ নয়। মা দুর্গার ভক্তদের সঙ্গে এবার মা কালীর ভক্তদের লড়াই শুরু হয়েছে! আবগারি কর্তাদের আশা, নভেম্বরে আছে কালীপূজা, ভাইফোঁটা এবং ছট। ফলে মদের বাজার চড়াই থাকবে।
এখন দেখার বিষয়, মা দুর্গাকে হারিয়ে মা কালী ভক্তরা নভেম্বরে ১ হাজার ২৭৫ কোটির বেশি আবগারি রাজস্বের জোগান দিতে পারেন কি-না।
জয়নিউজ/হিমেল