আজ থেকে ঠিক ৩৫ বছর আগে ১৯৮৩ সালের ৭ নভেম্বর জেলায় পরিণত হয় খাগড়াছড়ি। ঐতিহাসিক এই দিনটিকে স্মরণীয় করে রাখতে আনন্দ শোভাযাত্রা করেছে খাগড়াছড়ি ব্লাডডোনারস্ এসোসিয়েশন (কেবিডিএ)।
বুধবার (৭ নভেম্বর) সকাল ১০টায় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হওয়া কেবিডিএ’র আনন্দ শোভাযাত্রা শহরের প্রাণকেন্দ্র শাপলা চত্বরে এসে শেষ হয়। এরপর ক্যাম্পেইনের উদ্বোধন করেন অতিথিরা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন ডা.মো শাহ আলম, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নয়নময় ত্রিপুরা, কেবিডিএ’র উপদেষ্টামণ্ডলীর সদস্য মো নজরুল ইসলাম বাবলু, মো. দুলাল হোসেন ও ধীমান খিসা।
সকাল সাড়ে ১০টা থেকে মুক্তমঞ্চে কেবিডিএ পরিবারের আয়োজনে ও খাগড়াছড়ি মেডিকেল সেন্টারের সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম শুরু হয়।