বান্দরবানের থানচি উপজেলায় বলিপাড়া ইউনিয়নের বলিবাজারে অগ্নিকাণ্ডে ৫০টির বেশি দোকান পুড়ে গেছে।
থানছি থানা ফায়ার স্টেশনের ফায়ার লিডা পিয়ার মোহাম্মদ বলেন, ‘জরুরি নাম্বারে কল পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছায়। আমাদের ৩টি ইউনিট ও স্থানীয়দের ২ ঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ৩০মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখনো আগুন পুরোপুরি নেভাতে পারিনি। বাজারের স্থায়ী ও অস্থায়ী দোকান মিলে প্রায় ৫০টির মতো দোকানে পুড়ে গেছে।’
তবে, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো সম্ভব নয় বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি অংসিং ম্যা মারমা দ্য বলেন, ‘আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে বাজারে উত্তরপাশের একটি খাবারের হোটেল থেকে আগুণের সূত্রপাত হয়। শুরুতে সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও স্থানীয়রা মিলে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণে বাজারে স্থায়ী ও ফুটপাতে অস্থায়ী দোকানসহ প্রায় ৫০টি দোকান সম্পূর্ণ গেছে।’
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবুল মনসুর বলেন, ‘আগুনের খবর পাওয়ার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসসহ স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।’
জেএন/এমআর