জামিন পেলেন সীমা অক্সিজেন প্ল্যান্টের পরিচালক সান্টু

চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন কারখানায় বিস্ফোরণে সাতজন নিহত হওয়ার ঘটনায় গ্রেফতার ওই কারখানার পরিচালক পারভেজ উদ্দিন সান্টু জামিন পেয়েছেন।

- Advertisement -

আজ বুধবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহরিয়ার ইকবাল শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

- Advertisement -google news follower

তার জামিনের তথ্যটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক জাকির হোসাইন মাহমুদ। তিনি বলেন, এর আগে গত রবিবার (১৯ মার্চ) আইনজীবীর মাধ্যমে আদালতে তার জামিন আবেদন করা হয়।

শুনানির সময় মামলার তদন্তকারী কর্মকর্তা কিছু কাগজপত্রের ফটোকপি আদালতে উপস্থাপন করেছিলেন। আদালত ওইসব কাগজপত্রের মূলকপিসহ আজ বুধবার (২২ মার্চ) অধিকতর শুনানির জন্য দিন ধার্য করেছিলেন। আজ আদালত উভয় পক্ষের শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেছেন।

- Advertisement -islamibank

এর আগে গত ৪ মার্চ সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে সাত জন নিহত হন। আহত হন ৩০-৩৫ জন। এ ঘটনায় কারখানার শ্রমিক মো. কাদের মিয়ার স্ত্রী রোকেয়া বেগম গত ৬ মার্চ রাতে ১৬ জনের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা করেন।

মামলায় সীমা অক্সিজেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মামুন উদ্দিনকে প্রধান আসামি, কারখানার পরিচালক পারভেজ উদ্দিন সন্টুকে দুই নম্বর আসামি এবং অপর পরিচালক আশরাফ উদ্দিন বাপ্পীকে তিন নম্বর আসামি করা হয়। বাকি ১৩ আসামি কারখানার কর্মকর্তা-কর্মচারী, তারা দুর্ঘটনার সময় কর্মরত ছিলেন।

গত ১৪ মার্চ সন্ধ্যায় নগরীর জিইসি মোড় থেকে মামলার দুই নম্বর আসামি পারভেজ উদ্দীন সান্টুকে গ্রেফতার করে শিল্প পুলিশ। পরদিন তাকে কোমড়ে দড়ি বেঁধে আদালতে হাজির করা হয়।

কোমড়ে দড়ি বেঁধে আদালতে হাজির করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। কোমড়ে দড়ি বেঁধে আদালতে হাজির করায় শিল্প পুলিশের এসআই অরুণ কান্তি বিশ্বাসকে ক্লোজড করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

আদালতে হাজির করে ওই দিন পারভেজকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

১৯ মার্চ চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম জিহান সানজিদার আদালত জামিন আবেদনের অধিকতর শুনানির জন্য আজ দিন ধার্য করেছিলেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM