চট্টগ্রাম জেলায় প্রধানমন্ত্রীর ৩য় পর্যায়ের আশ্রয়ণ প্রকল্পের অবশিষ্ট ১৫৯টি ও ৪র্থ পর্যায়ের ৮৯৩টিসহ মোট এক হাজার ৫২টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেয়েছেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর।
বুধবার (২২ মার্চ) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব পরিবারের মাঝে ২ শতাংশ জমিসহ সম্পূর্ণ তৈরি ঘরের চাবি হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, ‘মুজিব শতবর্ষে একজন লোকও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ প্রকল্পের আওতায় এর আগে প্রথম ধাপে ১৪৪৪টি, দ্বিতীয় ধাপে ৬৪৯টি, তৃতীয় ধাপে ১২১৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ সম্পূর্ণ সরকারি অর্থায়নে ঘর প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘চতুর্থ পর্যায়ে আরও ১০৫২টি পরিবার নতুন ঘর পেয়েছেন। যার ভেতর ৩য় পর্যায়ের ১৫৯টি পরিবার রয়েছে। ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোকে ২ শতাংশ জমিসহ সম্পূর্ণ সরকারি অর্থায়নে ঘর প্রদান করা হয়।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ১ম সরকার গঠনের পর ১৯৯৭ সালে আশ্রয়হীনদের পুনর্বাসনের জন্য সরকারি অর্থায়নে প্রথম ‘আশ্রয়ণ প্রকল্প’র উদ্যোগ গ্রহণ করেন।
পরবর্তীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বাসস্থান নিশ্চিতের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তারই ধারাবাহিকতায় ১ম পর্যায়ে সারাদেশে ৬৩,৯৯৯টি, ২য় পর্যায়ে ৫৩,৩৩০টি, ৩য় পর্যায়ে ৩২,৯০৪টি ও সর্বশেষ ৪র্থ পর্যায়ে ৩৯,৩৬৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।
জেএন/পিআর