সীতাকুণ্ডে ৩২১ বোতল ফেন্সিডিলসহ আটক ২

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক অভিযানে ৩২১ বোতল ফেন্সিডিল নিয়ে র‌্যাবের কাছে ধরা পড়েছে দুই মাদক ব্যবসায়ী।

- Advertisement -

উপজেলার সলিমপুরস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার ওপর চেক পোস্ট বসিয়ে এসব মাদকসহ তাদের আটক করা হয়।

- Advertisement -google news follower

আটককৃতরা হলেন, ফেনী জেলার ছাগলনাইয়া দক্ষিণ আধারমানিক এলাকার মৃত নুরুল হুদার ছেলে আবু তাহের (৪১) ও মিরসরাই মধ্যম ওয়াহেদপুরের মৃত নুরুল হকের ছেলে আব্দুল করিম (৩৫)।

র‌্যাব জানায়, শুক্রবার আজ ভোর সোয়া ৪ টার দিকে গোপন তথ্য পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার ওপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে র‌্যাবের আভিযানিক দল।

- Advertisement -islamibank

এসময় গাড়ি তল্লাশীর সময় একটি মাইক্রোবাসকে থামানোর সংকেত দেন র‌্যাব সদস্যরা। চালক মাইক্রোবাস থামিয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে গাড়ি তল্লাশি চালিয়ে ২২১ বোতল ফেনসিডিল উদ্ধার ও মাইক্রোবাসটি জব্দ করা হয়।

এর আগে গতকাল সকালে একই স্থানে পৃথক অভিযান পরিচালনা করে ১শ বোতল ফেন্সিডিলসহ অপর এক মাদক ব্যবসায়কে আটক করে র‌্যাব।

পৃথক অভিযানে আটক দুই আসামিকে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তথ্যগুলো নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো.নূরুল আবছার।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM