পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশি। সম্পর্কে তারা শ্যালক ও দুলাভাই। শনিবার (২৫ মার্চ) বাংলাদেশ সময় রাত ৮টায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহতদের একজন বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের মোতাহার জোমাদ্দারের ছোট ছেলে সাগর জোমাদ্দার (২৩)। অন্যজন তার দুলাভাই পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ছৈলাবুনিয়া এলাকার মৃত আজিজ মৃধার ছেলে মোজাম্মেল হোসাইন (৪৫)।
নিহত সাগরের ভাই উজ্জ্বল জোমাদ্দার জানান, নিহত দুজনই সৌদি আরব প্রবাসী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সাগর জোমাদ্দার ও মোজাম্মেল মৃধা সৌদি আরবে প্রবাসী কর্মী হিসেবে থাকতেন। ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদির আলগাছিমের উনাইজা নামক স্থান থেকে তারা বৃহস্পতিবার মক্কায় রওনা হন।
ফেরার পথে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারায়। এ সময় তাদের গাড়ি পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হন এই দুই বাংলাদেশি। সঙ্গে থাকা অপর একজন আহত হন।
এ বিষয়ে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন জানান, নিহত দুই প্রবাসীর লাশ আনার ব্যাপারে সৌদি দূতাবাস সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে।
জেএন/পিআর