রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সংরক্ষিত ইনটেক এলাকার কাপ্তাই লেক হতে গত বুধবার সন্ধ্যায় নিষিদ্ধ রিং জাল দিয়ে মাছ স্বীকার করার সময় সেই জাল উদ্ধার করে পুড়ে ফেলেছে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।
পরে বৃহস্পতিবার(৩০ মার্চ) দুপুর ১টায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা উদ্ধানকৃত নিষিদ্ধ চায়না দুয়ারি জাল(রিং জাল) বিদ্যুৎ কেন্দ্রের রিসিপশন গেইট এলাকায় পুড়িয়ে ফেলেন।
এসময় কাপ্তাই বিএফডিসির শাখা ম্যানেজার মাসুদ আলম, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উপ ব্যবস্থাপক কয়সুল বারী, ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কেন্দ্রের সহকারী পরিচালক (নিরাপত্তা) শাখাওয়াত কবির, সহকারী প্রকৌশলী মো.জাহাঙ্গীর আলম,কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেন উপস্থিত ছিলেন।
পানি বিদ্যুৎ কেন্দ্রের উপ-ব্যবস্থাপক কয়সুল বারী জানান সংরক্ষিত এলাকায় অবৈধ কোন প্রবেশ বা কোন ধরনের জাল দিয়ে মাছ স্বীকার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। এরপরেও গত বুধবার বিকেলে কেন্দ্রের ইনটেক এলাকায় নিষিদ্ধ রিং জাল দিয়ে বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে কাপ্তাই লেক হতে মাছ স্বীকার করার সময় আমরা সেই জাল আটক করি। আজ বৃহস্পতিবার সেই জাল পুড়ে ফেলি।
ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ জানান, সকল ধরনের অবৈধ ও নিষিদ্ধ রিং জাল যেখানে দেখা যাবে তাৎক্ষণিক আটক করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
জেএন/ঝুলন/এফও/এমআর