সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ মে থেকে ২১ জুনের মধ্যে পাঁচটি সিটি করপোরেশনে ভোট গ্রহণ হবে।
এরমধ্যে ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ১২ জুন খুলনা ও বরিশালে ও ২১ জুন রাজশাহী ও সিলেটে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে কমিশনের ১৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সভা শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান ইসি সচিব।
তফসিল অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৭ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৩০ মে। মনোনয়নপত্র প্রত্যাহার ৮ মে। প্রতীক বরাদ্দ ৯ মে। ভোটগ্রহণ হবে ২৫ মে। এখানে রিটার্নিং কর্মকর্তা হিসেবে থাকবেন ফরিদ উদ্দিন।
জেএন/পিআর