সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্যসহ দুজনের মৃত্যু

নেত্রকোনায় কাভার্ডভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক বিজিবি সদস্যসহ দুজন নিহত হয়েছেন। মারা যাওয়া অপরজন সিএনজি চালক। এঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

- Advertisement -

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের ঝাউসি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

নিহতরা হলেন, নেত্রকোনার বারহাট্রা উপজেলার বকুল চৌহানের ছেলে, কাপতাই ৪১ বিজিবিতে কর্মরত সুমন চৌহান ও ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার বাসিন্দা সিএনজি চালক অসীম মিয়া।

আহতরা হলেন মোফাজ্জল ও আব্দুল্লাহ আল মামুন। তাদের বাড়ি ময়মনসিংহ জেলায়।

- Advertisement -islamibank

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে ময়মনসিংহ থেকে একটি সিএনজি চার যাত্রী নিয়ে নেত্রকোনার উদ্দেশ্যে আসার পথে উপজেলার ঝাউসি নাসক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সিএনজির সব যাত্রী গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM