ক্রিকেটের আইন প্রণেতা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সদস্যপদ পেলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সংস্থাটির আজীবন সদস্যপদ পেলেন তিনি।
এর আগে অবশ্য এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্য হয়েছিলেন টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। চলতি বছর ১৯ জন ক্রিকেটারকে আজীবন সদস্য করেছে এমসিসি।
এর মধ্যে ইংল্যান্ড ও ভারতের একজন করে নারী ক্রিকেটারসহ মোট ১২ জন, নিউজিল্যান্ডের দুইজন, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, পাকিস্তাস, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার একজন করে মোট ১৭ জন আজীবন সদস্য পদ পায়।
বুধবার এমসিসি এক বিজ্ঞপ্তিতে বলেছে, ‘এমসিসি বিশ্বের সেরা কিছু ক্রিকেটারকে আজীবন সদস্যপদ প্রদান করে। এই তালিকায় সর্বশেষ অন্তর্ভুক্ত সম্মানিত পুরুষ ও মহিলা ক্রিকেটারদের নাম প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত।
জেএন/পিআর