নিরাপদ সড়ক চাই দাবিতে আন্দোলন চলছে। এরমধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দূরপাল্লার সব বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিকরা। এমনকি রোববার থেকে নাইট কোচও চলাচল বন্ধ রাখবে মালিক সমিতি। ।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ সংবাদ মাধ্যমকে একথা জানান।
এর আগে নিরাপত্তার অযুহাত দেখিয়ে শনিবার (০৩ আগস্ট) থেকেই দেশের বিভিন্ন রুটে দূরপাল্লার বাস বন্ধ করে দেন পরিবহন শ্রমিকরা। তবে অনেক জেলা থেকে শনিবার রাতে নাইট কোচ ছাড়া হচ্ছিলো।
এর মধ্যে নতুন সিদ্ধান্তের ফলে রোববার রাত থেকে দূরপাল্লার আর কোন গাড়ি চলবে না। অঘোষিত ‘পরিবহন ধর্মঘট’- এ বিভিন্ন জায়গায় মানুষকে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।