চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পৌর সদরের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় একটি স্কেভেটর ও মাটি পরিবহনের সময় দুটি ডাম্পার ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন।
স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ পেয়ে বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত গাড়িগুলো জব্দ করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।
তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে মাটি কাটার অভিযোগ পাওয়ার সাথে সাথে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে একটি স্কেভেটর ও দুটি ড্রাম্প ট্রাক জব্দ করা হয়।
পরে পৌরসভার প্যানেল মেয়র রোজিয়া সোলতানার জিম্মায় স্ক্যাভেটরটি দিয়ে দেয়া হয় এবং ট্রাকগুলো উপজেলা পরিষদে নেওয়া হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
জেএন/পিআর