ওজনে কারচুপির দায়ে আড়াই লাখ টাকা জরিমানা গুনল থাই ফুড

চট্টগ্রাম নগরীর কালুরঘাটের বাদামতল মোড় এলাকায় অবস্থিত থাই ফুড প্রোডাক্টস কারখানায় হানা দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

- Advertisement -

অভিযানের সময় কারখানাটিতে বেশকিছু অনিয়ম ধরা পড়ে। প্রাথমিকভাবে সতর্ক করে দিয়ে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোহাম্মদ ফয়েজ উল্লাহ।

- Advertisement -google news follower

তিনি জানান, কালুরঘাটের থাই ফুড প্রোডাক্টস এর কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে সেমাই, নুডলস, চানাচুর ও চায়না গ্রাসসহ বিভিন্ন মুখরোচক খাবার।

তাছাড়া সাদা গ্যালন ভর্তি এক ধরনের বেনামি কেমিক্যাল পাওয়া গেছে কারখানাটিতে। যা সুস্বাধূ খাবার তৈরিতে ব্যবহার করা হয়। প্যাকেটের গায়ে লেখা ৬শ গ্রাম ওজনের একটি বিস্কুটের প্যাকেট ওজন দিয়ে দেখা গেছে ১শ গ্রাম কম। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে আড়াই লাখ টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

- Advertisement -islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM