চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদের নৌকা প্রতীকের সমর্থনে দিনব্যাপী প্রচারণা চালিয়েছেন নগর আওয়ামী লীগ।
আজ শুক্রবার (৭ এপ্রিল) সকাল থেকে ইফতার পূর্ব সময় পর্যন্ত নির্বাচনী এলাকা পাঁচলাইশ বায়েজিদ, বোয়ালখালী পশ্চিম গোমদন্ডী এলাকায় উঠান বৈঠক, গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের নেতৃত্বে দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এসময় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বাংলাদেশের আর্থ সামাজিক পরিস্থিতি ব্রিটেনের চেয়ে অনেক ভাল। এমনটা সম্ভব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্ব ও দেশ পরিচালনার কারণে।
ব্রিটেনে আপনার হাতে টাকা আছে। কিন্তু আপনি চাইলেও বাজার থেকে ছয়টির বেশি ডিম কিনতে পারবেন না। সেখানে সরকার প্রত্যেকটি ভোগ্যপণ্য ক্রয়ে নির্দেশনা জারি করেছে। আর আমাদের দেশে ডিমের দাম ১৩০ টাকা হওয়ার পরও ইচ্ছেমত ডিম কিনতে পারছে।
পবিত্র রমজান মাসে ক্রেতা সাধারণ দু বেলা দু মুঠো মাছে-মাংসে খেতে পারছে। সারা বিশ্বে যখন খাদ্য পরিস্থিতি চরমে তখন বাংলাদেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে।
দেশের এমন সুষ্ঠু পরিস্থিতি আলাউদ্দিনের চেরাগের কারণে নয়, সুন্দর পরিকল্পনা আর দেশ পরিচালনার কারণে সম্ভব হয়েছে।
নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, একটি সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়তে হলে আওয়ামী লীগের বিকল্প নেই।
দেশের জনগণকে এই সত্যটি উপলব্ধি করে চট্টগ্রাম-৮ আসন উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
দিনব্যাপী কর্মসূচির প্রথম কর্মসূচি স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয় বায়েজিদ নাগরিক সোসাইটি এলাকায় সরকারি সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আবু তাহেরের বাস ভবনে।
পরবর্তীতে নির্বাচনী প্রচারণা দলটি বোয়ালখালী পশ্চিম গোমদন্ডী মিয়ার মসজিদে জুমার নামায আদায় শেষে সেখান থেকে গণসংযোগ শুরু করে।
তাছাড়া গণসংযোগ পরিচালনাকারী দলটি চট্টগ্রাম-৮ আসন উপনির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদের সমর্থনে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত তৃণমূল প্রতিনিধি সভায় অংশগ্রহন করে।
প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী।
বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি নরুল আমিন চৌধুুরীর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
এরপর দলটি বোয়ালখালী উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এসময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা শফর আলী, সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আবু তাহের, সদস্য হাজী বেলাল আহমদ, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রায়হান ইউসুফ, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, যুবলীগ নেতা লিটন রায় চৌধুরী, সুমন দেবনাথ, শ্রমিকলীগ নেতা মো.এয়াকুব, জমির উদ্দিন, মো. সরওয়ার আলম, শাহ আলম সিকদার, মাহবুবুল আলম রাসেল, একরামুল হক মুন্না, মিজানুর রহমান সেলিম, আবদুল মান্নান রানা, শফিকুল আলম, সাইদুর রহমান খোকাসহ নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
জেএন/এম আর