চমেক হাসপাতালে ওষুধ চুরির দায়ে আটক রাউজানের সাদ্দাম

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে সরকারি ওষুধ চুরি করে বিক্রি করতে যাওয়ার সময় মো. সাদ্দাম হোসেন (৩৩) নামে এক যুবককে আটক করা হয়েছে।

- Advertisement -

আজ রবিবার (৯ এপ্রিল) সকাল সোয়া ৯টার সময় হাসপাতালের ১৩ নম্বর মেডিসিন ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়েছে।

- Advertisement -google news follower

আটক সাদ্দাম হোসেন রাউজান উপজেলার মোগারদিঘী এলাকার মুজিবুল হকের ছেলে। সে বিশেষ অনুমতির ভিত্তিতে হাসপাতালের ১৩ নম্বর মেডিসিন ওয়ার্ডে ওয়ার্ডবয় হিসেবে প্রায় ১৭ বছর ধরে কাজ করে আসছে বলে জানা গেছে।

সরকারি ওষুধ চুরির সময় ওয়ার্ডবয়কে হাতেনাতে আটকের এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

- Advertisement -islamibank

তিনি বলেন, হাসপাতাল থেকে ওষুধগুলো চুরি করে বিক্রি করতে যাওয়ার সময় হাসপাতালে নিচ তলা পূর্ব সিড়ির সামনে থেকে তাকে আটক করে ফাঁড়ি পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM