বহদ্দারহাট শামসু কলোনিতে তৈরি হয় নকল হারপিক-ভিম

প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকার শামসু কলোনিতে ঘর ভাড়া করে নকল হারপিক ও ভিম লিকুইড তৈরি করতেন আব্দুর রহমান।

- Advertisement -

দীর্ঘ ৬ মাস ধরে এসব নকল জিনিস তৈরি করছে এবং চট্টগ্রামের বিভিন্ন জায়গায় সরবরাহ করছে। তবে শেষ মেষ এ খবর চলে যায় চট্টগ্রাম জেলা প্রশাসনের কাছে।

- Advertisement -google news follower

আর রক্ষে হলো না তার। আজ রবিবার (৯ এপ্রিল) দুপুরে ওই কলোনীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভেজাল হারপিক ও ভিম লিকুইড তৈরির সময় হাতেনাতে আব্দুর রহমানকে আটক করা হয়।

এসময় ৪শ’ বোতল নকল হারপিক ও ২শ’ বোতল নকল ভিম লিকুইড এবং কেমিক্যাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং অভিযুক্ত আব্দুর রহমানকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

- Advertisement -islamibank

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত এ অভিযানের নেতৃত্ব দেন। এসময় উপস্থিত থেকে ম্যাজিস্ট্রেটকে সার্বিক সহযোগীতা করেন পাঁচলাইশ থানা পুলিশের একটি টিম।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM