ভারতে সেনাঘাঁটিতে গোলাগুলি, নিহত ৪

ভারতের পাঞ্জাব প্রদেশের বাথিন্দা সেনা ঘাঁটির ভেতর গোলাগুলির ঘটনা ঘটেছে। বুধবার (১২ এপ্রিল) সকালে এ গোলাগুলিতে অন্তত ৪ জন নিহত হয়েছেন। সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

- Advertisement -

ভারতীয় সেনাবাহিনীর সাউথ ওয়েস্টার্ন কমান্ড এক বিবৃতির বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, ‘ভোর ৪টে ৩৫ মিনিট নাগাদ সেনা ছাউনির ভিতরে গুলি চালনো এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

ছাউনির ‘ক্যুইক রিঅ্যাকশন টিম’কে মোতায়েন করা হয়। গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু হয়েছে। চার জনের মৃত্যু হয়েছে।

ভাটিন্ডার এসএসপি গুলনীত খুরানা জানিয়েছেন, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, কোনো সেনা জওয়ান গুলি চালিয়েছেন। তাতেই গুলিবিদ্ধ হয়েছেন বাকিরা।

- Advertisement -islamibank

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, অজানা সংখ্যক বন্দুকধারী বাথিন্দা সেনা ঘাঁটিতে এখনও উপস্থিত আছে। তাদের কাছে গোলাবারুদ ছিল।

রাজধানী নয়াদিল্লি থেকে প্রায় ছয় ঘণ্টা উত্তরে অবস্থিত সেনা ঘাঁটিটিতে বেশিরভাগ সৈন্য পরিবার নিয়ে থাকেন। এটি একটি আবাসিক সেনা ঘাঁটি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM