কক্সবাজার গোয়েন্দা পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত চক্রের তিন সদস্যকে আটক করেছে।
সোমবার (১০ এপ্রিল) বিকেলে জেলার রামু উপজেলার ঈদগড়ের গজালিয়া ঢালারমোড় থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে রাইফেলের তাজা গুলি ১২টি, রাইফেলের ভাঙা গুলি তিনটি এবং, এক হাজার ৫০০ পিস রাইফেলের বুলেট জব্দ করা হয়।
আটকরা হলেন- মো. হুমায়ন কবীর, মো. রিয়াজ উদ্দিন ও মো. আব্দুল মালেক। তাদের মধ্যে হুমায়ন ও রিয়াজকে ঘটনাস্থল থেকে এবং মালেককে উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়ন থেকে আটক করা হয়।
বুধবার (১২ এপ্রিল) দুপুরে কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম।
তিনি জানান, ১০ এপ্রিল বিকালে গজালিয়া ঢালারমোড় নামক স্থানে ডিবির টিম একটি সিএনজিকে চ্যালেঞ্জ করে তাতে তল্লাশি চালায়।
এসময় গুলিসহ দুই জনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে ১১ এপ্রিল দিবাগত রাতে মো. আব্দুল মালেককে আটক করে গোয়েন্দা পুলিশ।
আটকদের নামে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের সাহায্যে অন্যদের থেকে অস্ত্র উদ্ধার অভিযান চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
জেএন/পিআর