আইসিসিতে দ্বিতীয়বার সম্মাননা পেলেন সাকিব

ঈদুল ফিতরের ঠিক দিন দশেক আগে সুখবর পেলেন বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট র‌্যাংকিংয়ে ব্যাটিং-বোলিং দুটোতেই উন্নতি হয়েছে তার।

- Advertisement -

গেল মাসে টিম সাউদিকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন সাকিব আল হাসান। তার নেতৃত্বে ঘরের মাঠে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের পর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছে টাইগাররা।

- Advertisement -google news follower

অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ আজ বুধবার (১২ এপ্রিল) বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি মার্চ মাসের সেরা খেলোয়াড় ‘প্লেয়ার অব দ্য মান্থ’ হিসেবে সাকিবের নাম প্রকাশ করে।

ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো মাসসেরা হওয়ার পথে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন এবং সংযুক্ত আরব আমিরাতের আসিফ খানকে পেছনে ফেলেছেন টাইগার পোস্টারবয়।

- Advertisement -islamibank

আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

মার্চে ইংলিশদের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারলেও ব্যক্তিগত নৈপুণ্যে উজ্জ্বল ছিলেন সাকিব। ওয়ানডে সিরিজে দুটি হাফ সেঞ্চুরিসহ মোট ১৪১ রান করার পাশাপাশি ৬টি উইকেটও দখল করেন তিনি। তৃতীয় ওয়ানডেতে টাইগারদের জয়ের ম্যাচে ৭১ বলে ৭৫ রানের অনবদ্য এক ইনিংস খেলার পর বল হাতে চার উইকেট নেন তিনি।

এই সিরিজে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানসংগ্রাহক ও উইকেট শিকারি ছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিবের নেতৃত্বে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে টিম টাইগার্স।

যেখানে তিন ম্যাচের টি-২০ সিরিজে ৩৮ রান করেন। পাশাপাশি ৩টি উইকেট দখল করেন তিনি। প্রথম টি-টোয়েন্টিতে অপরাজিত ৩৪ রান করে বাংলাদেশকে জয় এনে দেন তিনি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM