চট্টগ্রাম নগরীর কাপ্তাই রাস্তার মাথা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যানসহ ৫টি গাড়ি আটক করেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-উত্তর বিভাগ।
আজ বুধবার (১২ এপ্রিল) উপ-পুলিশ কমিশনার জয়নুল আবেদীনের নির্দেশে অভিযানটি পরিচালিত হয়। নেতৃত্ব দেন সহকারী পুলিশ কমিশনার আসিফ মাহমুদ গালিব।
তিনি জানান, আসন্ন পবিত্র ঈদ-উল ফিতরকে সামনে রেখে পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে ট্রাফিক-উত্তর বিভাগ অভিযান অব্যাহত রেখেছে।
এরই অংশ হিসেবে আজ বুধবার (১২ এপ্রিল) কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে সড়কে অবৈধভাবে চলাচলরত ৩টি গ্রাম সিএনজি অটোরিক্সা, ১টি কাভার্ডভ্যান ও ১টি ব্যাটারী রিক্সা আটক করে সড়ক পরিবহন আইন-২০১৮ মোতাবেক ব্যবস্থা নেয়া হয়েছে।
তাছাড়া অভিযান চলাকালে চালক-হেলপার কর্তৃক যাত্রী হয়রানিসহ অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকতে পরিবহনের মালিক সমিতির নেতৃবৃন্দ, চালক ও লাইনম্যানসহ সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
ট্রাফিক-উত্তর বিভাগের টিআই (মোহরা) মো. রেজাউল করিম খান, সার্জেন্ট শাহেদুল ইসলাম, দায়িত্বরত কনস্টেবলগণ ও চান্দগাঁও থানা পুলিশের টিম অভিযানে অংশ নেন।
জেএন/পিআর