নগরের সিআরবি শিরীষতলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চদশতম বারের মতো বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকাল ৪টায় শিরীষতলা মঞ্চে বেলুন উড়িয়ে ১৪২৯ বঙ্গাব্দের বিদায় অনুষ্ঠান উদ্বোধন করবেন নববর্ষ উদযাপন পরিষদের সভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক।
এসময় উপস্থিত থাকবেন নববর্ষ উদযাপন পরিষদ-চট্টগ্রামের নির্বাহী কমিটি ও রেলওয়ে পূর্বাঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়া ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠান শুরু হবে সকাল সাড়ে ৭টা থেকে। পহেলা বৈশাকের প্রথম পর্বের অনুষ্ঠান চলবে দুপুর ১২টা পর্যন্ত। দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হবে বেলা ২টা থেকে। এতে চট্টগ্রামের উল্লেখযোগ্য সাংস্কৃতিক সংগঠন এবং আবৃত্তি ও নৃত্যদলগুলো তাদের দলীয় পরিবেশনা উপস্থাপন করবেন। দুপুর ১২টায় থাকছে নববর্ষ উদযাপন পরিষদের প্রথম আহ্বায়ক, বরেণ্য গবেষক ও ধ্বনিবিজ্ঞানী ড. মনিরুজ্জামান এর রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক প্রাপ্তিতে পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান।
সীমিত পরিসরের সাংস্কৃতিক আয়োজনে শুরুতেই থাকবে ভায়োলিনিস্ট চিটাগাংয়ের পরিবেশনা। এছাড়ও থাকবে সংগীত ভবন, সুরাঙ্গন বিদ্যাপীঠ, বোধন আবৃত্তি পরিষদ, উচ্চারক আবৃত্তি কুঞ্জ, সুন্দরম, প্রমা আবৃত্তি সংগঠন, সুর সাধনা, উদীচী চট্টগ্রাম, নটরাজ, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা, ছন্দানন্দ, শিল্পাংকন, নৃত্যনীড়, একুশে মানবিকতা ও আবৃত্তি চর্চা কেন্দ্র।
সবশেষে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। রমজানের পবিত্রতা রক্ষার্থে এবার ঐতিহ্যবাহী সাহাবউদ্দীনের বলীখেলা অনুষ্ঠিত হচ্ছে না।
জেএন/হিমেল/এমআর