পাঁচ পৌরসভা ও তিন উপজেলায় নৌকার টিকেট পেলেন যারা

পাঁচ পৌরসভা ও তিন উপজেলা পরিষদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

- Advertisement -

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে আওয়ামী লীগের স্থানীয় সরকার ও জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় তাদেরকে চূড়ান্ত করা হয়। সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের নাম প্রকাশ করেন।

- Advertisement -google news follower

পাঁচ পৌরসভা নির্বাচনে নৌকার মাঝিরা হলেন– বগুড়ার তালোড়া পৌরসভায় মো. আমিরুল ইসলাম (বকুল), টাঙ্গাইলের বাসাইল পৌরসভায় আব্দুর রহিম আহমেদ, নারায়ণগঞ্জ আড়াইহাজার পৌরসভায় মো. সুন্দর আলী, নারায়ণগঞ্জ গোপালদী পৌরসভায় এম এ হালিম সিকদার ও কক্সবাজার পৌরসভায় মো. মাহাবুবুর রহমান চৌধুরী।

তিন উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হলেন যারা

- Advertisement -islamibank

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার মাঝি মো. ফজলুল হক, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মো. নুরুল ইসলাম ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় মোহাম্মদ মাঈন উদ্দীনকে নৌকার প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

পাঁচ ইউনিয়ন পরিষদে নৌকার মাঝি হলেন যারা

নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে নৌকার মাঝি হলেন মো. মোস্তাফিজার রহমান, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদে তানভীর হাসান ডালিম, পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদে মো. জাহাঙ্গীর আলম, ভোলা জেলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়ন পরিষদে আব্দুল হাই, নেত্রকোণা জেলার নেত্রকোণা সদর উপজেলা দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন পরিষদে মো. আব্দুর রহমান ও কুমিল্লা জেলার মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়ন পরিষদে সেলিম আহাম্মেদকে নৌকার প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড।

এর আগে সকাল ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা শুরু হয়। সভায় সভাপতিত্বে করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় উপস্থিত ছিলেন- দলের সাধারণ সম্পাদক ও মনোনয়ন বোর্ডের সদস্য ওবায়দুল কাদের। আরও উপস্থিত ছিলেন আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসানাত আব্দুল্লাহ, কাজী জাফর উল্যাহ, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, মো. রাশিদুল আলম, জাহাঙ্গীর কবির নানক, মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও ড. আবদুস সোবহান গোলাপ।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM