ঢাকার বঙ্গবাজারে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে শুরু থেকেই সহযোগীতার হাত বাড়িয়েছেন ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
তারই ধারাবাহিকতায় রবিবার (১৬ এপ্রিল) বিকেল ৩টায় কার্যালয়ের সম্মেলন কক্ষে ক্ষতিগ্রস্ত আরো ৫০ ব্যবসায়ীর হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
ক্ষতিগ্রস্ত ৫০ জনের প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ১০ লাখ টাকা প্রদান করেন ডিসি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মমতাজ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী হাফিজুল আমিন। সভাপতিত্ব করেন আব্দুল খালেক, চেয়ারম্যান এ খালেক ফাউন্ডেশন।
জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘বঙ্গবাজার অগ্নিকাণ্ড দুর্ঘটনায় শুরু থেকে জেলা প্রশাসন, ঢাকা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দুর্ভোগ লাগবে কাজ করছে, জেলা প্রশাসন ঢাকা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে আছে, সামনে আরো সহায়তা করা হবে।
জেএন/পিআর