মহানগরীসহ চট্টগ্রাম থেকে সব ধরণের পরিবহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ। শনিবার(৪ আগষ্ট) নগরীর আন্দরকিল্লাস্থ সংগঠন কার্যালয়ে সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ ইউনুচের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় জানানো হয়, সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় ঘোষণা মোতাবেক চট্টগ্রাম মেট্রোপলিটন মালিক গ্রুপের সাথে ঐক্যমতের ভিত্তিতে সড়ক-মহাসড়কে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সব ধরণের যানবাহন চলাচল বন্ধের সিদ্ধান্ত হয়।
সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব আবুল কালাম আজাদ, অতিরিক্ত মহাসচিব গোলাম রসুল বাবুল, সহ-সভাপতি মাহবুবুল হক মিয়া, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী, জাফর আহমদ চৌধুরী, অহিদুন নুর কাদেরী, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান চৌধুরী, মো. ইছাক চৌধুরী, শহীদুল ইসলাম সমু, সিটি বাসের অর্থ সম্পাদক কলিম উল্লাহ কলি, সিরাজ দৌল্লাহ নিপু, রিটন মহাজন, খুরশিদুল আলম সহ চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের আওতাধীন বিভিন্ন পরিবহন সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব আবুল কালাম আজাদ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়েছেন। দাবিগুলো বাস্তবায়নও করছেন। এখন শিক্ষার্থীদের উচিত ঘরে ফিরে যাওয়ায়। তারপরেও শিক্ষার্থীদের অবস্থানের কারণে সড়ক-মহাসড়কে যান চলাচলে বিশৃংখলা তৈরি হয়েছে। যে কারণে চালক-শ্রমিকরা গাড়ি চালাতে নিরাপত্তাহীনতায় ভুগছেন। ফলে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক সড়কে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সব ধরণের পরিবহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এজন্য মালিক-শ্রমিকদের সহযোগিতা কামনা করছি।’