করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৪৮০ জনের মৃত্যু এবং ৫৯ হাজার ৫৬৫ জন আক্রান্ত হয়েছেন। বুধবার (১৯ এপ্রিল) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
সর্বশেষ বৈশ্বিক পরিসংখ্যান অনুসারে, বুধবার সকাল ৯টা ৪৫ মিনিট পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬৮ কোটি ৫৮ লাখ ছয় হাজার ১৫৫ জনে পৌঁছেছে। এছাড়া এ ভাইরাসে মৃতের সংখ্যা ৬৮ লাখ ৪৩ হাজার ৫০৫ জনে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৫ হাজার ১৭৩ জন আক্রান্তের ঘটনা দক্ষিণ কোরিয়ায়। প্রাণহানির তালিকায় শীর্ষে ফ্রান্স। দেশটিতে একদিনে ১৪০ জনের মৃত্যু হয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ১০ কোটি ৬৪ লাখ ৮১ হাজার ৯৬৭ জন এবং মোট মৃত্যুবরণ করেছে ১১ লাখ ৫৮ হাজার ৩৪৭ জন।
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে বুধবার সকাল ৯টা ৪৫ মিনিট পর্যন্ত মোট শনাক্ত চার কোটি ৪৮ লাখ ৩৪ হাজার ৮৫৯ জন এবং একই সময়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩১ হাজার ১৫২ জনে।
আক্রান্তের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ফ্রান্স। দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে তিন কোটি ৯৯ লাখ ১৪ হাজার ৩৫ জন এবং মারা গেছে এক লাখ ৬৬ হাজার ১৬৪ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
জেএন/পিআর