চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা শিল্প এলাকায় অবস্থিত অর্গানিক জিন্স লিমিটেড নামক একটি গার্মেন্টস কারখানা থেকে চুরি করা দুটি কম্পিউটার মনিটর ও ৬ পিস রপ্তানীযোগ্য ডেনিম প্যান্টসহ দুই চোরকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৯ এপ্রিল) রাতে নগরীর ডবলমুরিং থানাধীন রেলওয়ে স্টেশন কলোনি এলাকায় অভিযান চালিয়ে এই দুই চোরকে আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হলেন, মো. আকরাম ও রফিকুল ইসলাম সোহাগ। দুজনই পেশাদার চোর বলে জানিয়েছে পাহাড়তলী থানা পুলিশ।
জানা যায়, বুধবার কোন এক সময়ে চোরের দল অর্গানিক জিন্স নামক গার্মেন্টস কারখানাটির ২য় তলার ভেন্টিলেটর ভেঙ্গে প্রবেশ করে। এরপর সেখানে থাকা ৩০ পিস রপ্তানিযোগ্য ডেনিম প্যান্ট ও ২টি কম্পিউটার মনিটর চুরি করে পালিয়ে যায়।
পরে কারখানায় এসে চুরির ঘটনাটি বুঝতে পারে কতৃপক্ষ। প্রতষ্ঠানটির পক্ষ থেকে আমিনুল ইসলাম সিকদার বাদী হয়ে পাহাড়তলী থানায় মামলা করেন।
মামলার সূত্র ধরে পাহাড়তলী পুলিশের টিম তদন্ত শুরু করে। প্রাতিষ্ঠানের আশে পাশের সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে চোরদের অবস্তান সনাক্ত করে অভিযানে নামে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনির হোসেন ও তার টিম।
নগরীর ডবলমুরিং থানা এলাকা থেকে প্রথমে মো. আকরাম নামে এক পেশাদার চোরকে আটক করে টিম। পরে তার স্বীকারোক্তি মতে ডবলমুরিং থানাধীন রেলওয়ে স্টেশন কলোনি এলাকায় অভিযান চালিয়ে অপর আসামি রফিকুল ইসলাম সোহাগকে (২৬) আটক করা হয়।
এসময় তার কাছ থেকে চুরি যাওয়া ২টি কম্পিউটার মনিটর এবং ৬ পিস রপ্তানীযোগ্য ডেনিম প্যান্ট উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে চোরাই পণ্যসহ দুই চোরকে আটকের তথ্যটি নিশ্চিত করেছেন ওসি মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, আটককৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেফতার এবং চুরি যাওয়া বাকি জিন্স প্যান্টগুলো উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
জেএন/পিআর