গত কয়েকদিন লাগাতার তীব্র তাপদাহে পুড়ছে সারাদেশ। কোথাও দেখা নেই মেঘলা আকাশ ও বৃষ্টির। সবাই যেন এক পশলা বৃষ্টির জন্য অপেক্ষায় রয়েছেন।
তবে অবশেষে চট্টগ্রামের আকাশ থেকে সেই স্বস্তির বৃষ্টি নামল। বৃহস্পতিবার (২০ এপ্রিল) দিবাগত রাত ৩টা ৪০ মিনিটের দিকে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় এক পশলা বৃষ্টি হতে দেখা গেছে। কোথাও কোথাও ঝড়ো হাওয়াও বয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।
অবশ্য আবহাওয়া অফিস বুধবার বৃষ্টির আগাম পূর্বাভাস দিয়েছিল। বলেছিলো কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে বজ্রপাত আর দমকা হাওয়া হতে পারে।
তবে বৃষ্টির স্থায়িত্ব নগরের একেক স্থানে একেক রকম ছিল। যেখানে যেখানে বৃষ্টি হয়েছে ওইসব এলাকায় নেমে এসেছে স্বস্তি। একটু হলেও মুক্তি মিলেছে অসহ্য গরমের।
এ দিকে নগরের বিভিন্ন এলাকার বাসিন্দারা বৃষ্টির খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেন। কেউ কেউ স্রষ্টার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
অনেক জায়গায় এই স্বস্তির বৃষ্টির জন্য নামাজ ও দোয়া করা হয়েছে। সবার প্রত্যাশা বৃষ্টিতে ভিজে উঠুক পুরো দেশ।
জেএন/পিআর