চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিকে (সিআইইউ) আন্তর্জাতিকভাবে তুলে ধরতে শিক্ষার গুণগত মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়টি নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মাহফুজুল হক চৌধুরী।
সিআইইউর সেন্টার ফর এক্সিলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিংয়ের (সিইটিএল) আয়োজনে বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে নগরের সিআইইউ ক্যাম্পাসের অডিটোরিয়ামে অনুষ্ঠিত বার্ষিক পারস্পরিক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, উচ্চশিক্ষায় গতানুগতিক ধারা পরিবর্তনের সময় এসে গেছে। আমরা ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের কাছে এমন একটি বিশ্বমানের শিক্ষা ছড়িয়ে দিতে চাই, যেখানে আস্থার পাশাপাশি এই বিশ্ববিদ্যালয় সবার পরিবারের সদস্য হয়ে এগিয়ে যাবে।
অ্যাসোসিয়েট প্রফেসর ড. আসিফ ইকবালের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য দেন স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক মো. রেজাউল হক খান, বিশ্ববিদ্যালয়ের স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন প্রফেসর কাজী মোস্তাইন বিল্লাহ, বিজনেস স্কুলের ডিন ড. মো. নাঈম আবদুল্লাহ, প্রক্টর প্রফেসর ড. নুরুল আবসার, বিজনেস স্কুলের উপদেষ্টা প্রফেসর ড. আইয়ুব ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক সরকার কামরুল মামুন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আনজুমান বানু লিমা, ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস শাখার ভারপ্রাপ্ত পরিচালক সালমা বেগম (এফসিএ), সিআইটিএস শাখার উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান চৌধুরী, অ্যাডমিন শাখার উপ-পরিচালক কুমার দোয়েল দে, লাইব্রেরিয়ান ড. মো. জিল্লুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জয়নিউজ/শহীদ