চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো দর্শনার্থীদের পদচারণায় মুখর

নগরীর বিনোদন কেন্দ্রগুলোতে ঈদুল ফিতরের টানা ছুটিতে এখন সর্বস্তরের মানুষের উপচেপড়া ভিড়। প্রিয়জনের সঙ্গে প্রিয় মুহূর্ত কাটাতে অনেকেই যাচ্ছেন চট্টগ্রাম সমুদ্র সৈকত, ফয়’স লেক, সি ওয়ার্ল্ডসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে নজরদারি বাড়িয়েছে পুলিশ।

- Advertisement -

কেউ স্পিডবোট নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সাগরে, আবার কেউ কেউ ঢেউয়ের মধ্যে ভাসিয়ে দিয়েছেন নিজেকে।

- Advertisement -google news follower

ঈদুল ফিতরের টানা ছুটিতে পতেঙ্গা সমুদ্র সৈকতে এমন বাঁধভাঙ্গা উচ্ছ্বাস পর্যটকদের।

উৎসব ঘিরে পতেঙ্গা সমুদ্র সৈকত যেন সেজেছে অপরূপ সাজে। তাই সাগরের নোনা জল আর বড় বড় ঢেউড়ের সাথে মিতালী গড়তে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ আনন্দে মেতেছেন সৈকতে।

- Advertisement -islamibank

এ দিকে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ, সিংহ, ময়ূরসহ নানা প্রজাতির প্রাণী থাকায় বেড়েছে দর্শনার্থীদের ভিড়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত এই চিড়িয়াখানাও সেজেছে নতুন রূপে। তাই আকর্ষণ বেড়েছে দর্শনার্থীদের।

এদিকে বিনোদনপ্রিয় মানুষের উপস্থিতিতে নগরীর ফয়েস লেক সি-ওয়ার্ল্ডেও শিশু, কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ মেতেছেন আনন্দে। যেন মিলনমেলায় পরিণত হয়েছে নগরীর এই বিনোদন কেন্দ্রটি।

দেশি-বিদেশি পর্যটকদের চট্টগ্রামমুখী করতে আধুনিক মানের পর্যটন কেন্দ্রের বিকল্প নেই বলে মনে করেন সংশ্লিষ্টরা।

জেএন/এমআর

 

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM