আইপিএলে চলতি আসরে টানা চার ম্যাচ হারের পর জয়ের ধারায় ফিরলো কলকাতা নাইট রাইডার্স। ৯ এপ্রিল শেষ ম্যাচে জয়ী হয়েছিল কলকাতা. এবার ১৭ দিন পর জয়র স্বাদ পেয়ে ২ পয়েন্ট ঘরে তুলল তারা।
অষ্টম ম্যাচে এটি কলকাতার তৃতীয় জয়, যার মধ্যে দুটি এসেছে শুধুমাত্র ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। এভাবে নাইট রাইডার্সের পকেটে এখন ৬ পয়েন্ট এসেছে এবং অষ্টম থেকে সপ্তম স্থানে উঠে এসেছে কলকাতা নাইট রাইডার্স।
বুধবার বেঙ্গালুরুতে বিরাট কোহলির আরসিবিকে ২১ রানে হারাল কলকাতা। এদিন প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২০০ রান তোলে কেকেআর।
দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন ওপেনার জেসন রয়। ২৯ বলে ৪ বাউন্ডারি আর ৫ ছক্কায় ৫৬ রানের ইনিংস খেলেন ইংলিশ এই ওপেনার।
এছাড়া ভিনকাতেশ আইয়ার ৩১ এবং ২১ বলে ৪৮ রানের ঝরো ইনিংস খেলেন নিতিশ রানা। ৩ চার আর ৪ ছক্কায় এই রান করেন রানা।
ধনঞ্জয়া ডি সিলভা ২৪ রানে নেন ২টি উইকেট। ভিশাখ ২ উইকেট পেলেও খরচ করেন ৪১ রান।
জবাবে ব্য়াট করতে নেমে ভালো শুরু করে আরসিবির। তবে বেশি দূর পর্যন্ত যেতে পারেনি। কলকাতার বোলারদের সামনে ১৭৯ রানে ৮ উইকেটেই ইনিংস শেষ করে বেঙ্গালুরু।
কেকেআরের নায়ক হলেন রাসেল, রয় এবং রানা। গুরুত্বপূর্ণ সময়ে রাসেল কোহলির উইকেট নিয়ে নেন। একটি অসাধারণ ক্যাচও নেন।
পয়েন্ট টেবিলে এখনও শীর্ষে রয়েছে চেন্নাই সুপার কিংস তাদের সংগ্রহ সাত ম্যাচে ১০ পয়েন্ট।গুজরাট রয়েছে দুই নম্বরে, তাদেরও সংগ্রহ সাত ম্যাচে ১০ পয়েন্ট।
তিনে, চারে, পাঁচে ও ছয় নম্বরে রয়েছে যথাক্রমে রাজস্থান রয়্যালস, লখনউ সুপার জায়ান্টস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও পঞ্জাব কিংস। তাদের প্রত্যেক সংগ্রহ আট পয়েন্ট।
১৭ দিন পরে জিতে সাত নম্বরে উঠে এসেছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা সাতে ওঠায় এক ধাপ নিমেছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে তাদেরও সংগ্রহ কলকাতার মতোই ছয় পয়েন্ট।
তালিকার নয় নম্বরে ও দশ নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটলস, তাদের দু জনেরই সংগ্রহ চার পয়েন্ট।
জেএন/পিআর