ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে অন্তত ১৫ জন মারা যাওয়ার খবর প্রকাশ করেছেন দেশটির গণমাধ্যম নিউজ ১৮।
এতে বলা হয়, বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর প্রায় দেড়টা নাগাদ কালবৈশাখীর ঝড় শুরু হয়। আর তাতেই রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, এই ঝড়বৃষ্টির মাঝে বজ্রপাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মুর্শিদাবাদে তিন, হাওড়ায় তিন, বর্ধমান জেলায় মৃত্যু হয়েছে চারজনের, উত্তর চব্বিশ পরগনায় দুই, পশ্চিম মেদিনীপুরে তিনজন মারা গেছে।
এদিকে বজ্রপাতে পরপর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে আসে রাজ্যের বিভিন্ন এলাকায়।
জেএন/পিআর