মিরসরাইয়ের দুর্গম পাহাড় থেকে ৬ পর্যটক উদ্ধার

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে চট্টগ্রামের মিরসরাইয়ে খৈয়াছড়া ঝর্ণার দুর্গম পাহাড়ে আটকা পড়া ৬ পর্যটককে উদ্ধার করেছে থানা পুলিশ।

- Advertisement -

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৯টায় পাহাড়ের ভেতরে প্রায় ২ ঘণ্টার বেশি সময় অভিযান পরিচালনা করে তাদের উদ্ধার করা হয়।

- Advertisement -google news follower

ঘটনায় উদ্ধারকৃত পর্যটকরা হলেন- ঢাকা জেলার মিরপুর শেওরাপাড়া এলাকার মোতালেব হোসেনের ছেলে মো. আল আমিন (১৮), আমির হোসেনের ছেলে মুকিদ আহম্মদ শুভ্র (১৭), আব্দুর রাজ্জাকের ছেলে ওমর ফারুক (১৮), মহিউদ্দিন দেওয়ানের ছেলে নাঈম আহম্মদ তামিম (২০), পশ্চিম শেওরাপাড়া এলাকার মো. তোফাজ্জেল হোসেনের ছেলে তানভীর হাসান (২০), মো. শামছুদ্দিন বেপাড়ীর ছেলে আনিছুর রহমান অনিক (১৮)।

নিশ্চিত করে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে পর্যটক আটকে পড়ার খবর পেয়ে পাহাড়ের ভেতর প্রায় ২ ঘণ্টা অভিযান চালিয়ে ৬ পর্যটককে উদ্ধার করেছি। তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।

- Advertisement -islamibank

জেএন/জাবেদ/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM