চট্টগ্রামের সীতাকুণ্ডে তিন লক্ষাধিক টাকা মূল্যের ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব-৭।
আজ শুক্রবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টার সময় উপজেলার ফৌজদারহাট এলাকায় পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় মাদ পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করে র্যাব।
আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম জিনিদ করা এলাকার মো. আব্দুল হকের ছেলে মো. সুমন হোসেন (৩১) ও একই থানাধীন নতুন পাড়া এলাকার বাসিন্দা মৃত শামসুল হকের ছেলে মো. রাসেল মিয়া (২৭)।
তথ্য নিশ্চিত করেছেন র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার। তিনি বলেন, গোপন সূত্রের খবর বিশেষ চেক পোস্ট স্থাপন করে তল্লাশীকালে ২০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, গ্রেফতার দুজনের মধ্যে সুমনের বিরুদ্ধে মিরসরাই থানায় ১টি এবং রাসেলের বিরুদ্ধে ফেনী সদর থানায় ১টি মাদকদ্রব্য সংক্রান্ত মামলা রয়েছে।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, পরস্পর যোজসাজসে দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার সীমান্ত এলাকা হতে তারা মাদকদ্রব্য স্বল্প মূল্যে ক্রয় করেন।
পরবর্তীতে চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করেন। গ্রেফতার দুজনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে জানান র্যাবের এ কর্মকর্তা।
জেএন/পিআর