চট্টগ্রামের চান্দগাঁও এলাকা থেকে অপহরণের তিনদিন পর এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে এক নারীসহ চারজনকে আটক করা হয়েছে।
এ ঘটনায় জব্দ করা হয়েছে অপহরণে ব্যবহার করা একটি সিএনজি অটোরিক্সা এবং শিশুটিকে বিক্রির টাকায় কেনা একটি মোটরসাইকেল।
মধ্যম মোহরা এলাকার বাসার সামনে খেলার সময় গত মঙ্গলবার মাহিম নামে আড়াই বছরের ওই শিশুকে অপহরণ করা হয়েছিল। বাসায় না ফেরায় চান্দগাঁও থানায় নিখোঁজ ডায়েরি করেন তার মা পারুল বেগম।
পুলিশ জানিয়েছে, মাহিমকে তুলে নিয়ে অপহরণকারীরা চলে যায় চট্টগ্রামের হাটহাজারীর ছিপাতলী গ্রামে। সেখানে রিনা বেগম নামে এক নিঃসন্তান নারীর কাছে বিক্রি করা হয় তাকে।
তদন্তের অংশ হিসেবে শুক্রবার সকালে নগরীর বায়েজিদ এলাকা থেকে সিএনজি চালক নুরুল ইসলাম মুরাদকে আটক করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাকিদের আটক করা হয়।
অভিযুক্তরা হলেন- মো. জুয়েল, মো. রাসেল এবং রিমা আক্তার। মো. হাশেম নামে এক সন্দেহভাজন পলাতক আছে বলে জানিয়েছে পুলিশ।
জেএন/পিআর