বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকার ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১৯ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় তাদের উদ্ধার করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেনেন্ট কমান্ডার আব্দুর রহমান জানান, গত ২৩ এপ্রিল এফভি সজীব-১ নামের একটি ফিশিং ট্রলার ভোলা জেলার মনপুরা থেকে মাছ ধরতে সমুদ্রে যায়।
এক পর্যায়ে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি নিয়ন্ত্রণহীনভাবে গভীর সমুদ্রে ভাসতে থাকে। ২৮ এপ্রিল বিকল ট্রলারটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসে। তখন জেলেরা উদ্ধার সহায়তা চেয়ে প্রশাসনকে জানায়।
খবর পেয়ে কোস্টগার্ড স্টেশন কক্সবাজার ও কোস্ট গার্ডের জাহাজ মনসুর আলী সমুদ্রে উদ্ধার অভিযান পরিচালনা করে।
পরে শনিবার সকালে কক্সবাজার সমুদ্র উপকূল থেকে ২৩ নটিকাল মাইল ডাউনে গভীর সমুদ্রে থেকে ফিশিং বোটসহ ১৯ জন জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। এসময় মাছ ধরার নৌকাটি কক্সবাজার উপকূলে ফিরিয়ে আনা হয়।
জেএন/পিআর