তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বৃহস্পতিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। এ তফসিলকে স্বাগত জানিয়ে নগরে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

- Advertisement -

সন্ধ্যায় নির্বাচনী তফসিল ঘোষণার পর তাৎক্ষণিক আনন্দ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। মিছিলটি নগর আওয়ামী লীগের দারুল ফজল মার্কেটস্থ কার্যালয় থেকে শুরু হয়ে নিউমার্কেট চত্বর ঘুরে নতুন স্টেশন হয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

- Advertisement -google news follower

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, কার্যনির্বাহী সদস্য ও কোতোয়ালী থানার সাধারণ সম্পাদক আবুল মনসুর, পেয়ার মোহাম্মদ, জাগির উদ্দিন সর্দার, আবুল হাশেম বাবুল, ফজলে আজিজ বাবুল, সিরাজ-উদ-দৌলা সিরু, সাবেক যুবনেতা হাসান রাজু, ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সাবেক ভিপি খলিলুর রহমান নাহিদ, কেন্দ্রীয় ছাত্রলীগের আশিকুন নবী ও মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহম্মেদ ইমুসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

এদিকে তফসিলকে স্বাগত জানিয়ে নগরের জামালখানে তিনটি আনন্দ মিছিল হয়েছে।

- Advertisement -islamibank

সন্ধ্যায় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত মিছিল শেষে নগর ছাত্রলীগের সহসভাপতি একরামুল হক রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য গাজী মো. জাফর উল্লাহ, যুবলীগ নেতা বসন্ত চৌধুরী যিশু, রেয়াজ উদ্দিন, বণিক সমিতি নেতা আবুল হোসেন, মহানগর যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, মো. জাহেদ, মো. দেলোয়ার হোসেন, হোসেন আহম্মদ রুবেল, কার্তিক চন্দন শীল।

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের মিছিলে সংগঠনের কলেজ শাখার সভাপতি এহেসানুল খোকা, মহমুদুল করিম, সহসভাপতি মনিরুল ইসলাম, জাবেদুল ইসলাম জিতু, আসাদুল জামান উপস্থিত ছিলেন।

অন্যদিকে মহসিন কলেজ ছাত্রলীগের মিছিলে উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন পলাশ, জোবাইদুল আলম আশীষ, ওয়ার্ড ছাত্রলীগ নেতা মো. ইমরান।

জয়নিউজ/হিমেল/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM