চট্টগ্রামে শ্রমিক দিবসের অনুষ্ঠানে মারামারি,আহত ৩

চট্টগ্রাম নগরীর নতুন রেলওয়ে স্টেশন এলাকায় পহেলা মে শ্রমিক দিবস উপলক্ষ্যে রেলওয়ের শ্রমিকলীগের আয়োজিত অনুষ্ঠানে মারামারির ঘটনা ঘটেছে।

- Advertisement -

আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। এতে তিনজন আহত হয়। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

- Advertisement -google news follower

হাসপাতালে ভর্তি আহত যুবকের নাম মো. মিজানুর। বয়স ৩০ বছর। সে নগরীর ৩০ নং পূর্ব মাদার বাড়ি ওয়ার্ডস্থ কামাল গেইট এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মহান মে দিবস উদযাপন উপলক্ষ্যে সোমবার সকালে মিছিল ও আলোচনা সভার আয়োজন করে রেলওয়ের শ্রমিকলীগ।

- Advertisement -islamibank

মিছিল শেষে নতুন রেল স্টেশনে সভা শুরু হলে অতর্কিত কয়েকজন লোক এসে অনুষ্ঠান পণ্ড করার চেষ্টা করে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এতে কয়েকজন আহত হয়। একজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর উল্লাহ আশেক বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে রেলস্টেশনে মারামারিতে আহত এক যুবককে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেন।

মারামারির ঘটনা সস্পর্কে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলম বলেন, শ্রমিক দিবসের অনুষ্ঠানে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়েছে। এতে রেলের যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM