আইপিএল: ছোট সংগ্রহেও গুজরাটকে প্রতিরোধ করল দিল্লি

মাত্র ১৩০ রানের ছোট সংগ্রহ নিয়েই গুজরাট টাইটান্সকে প্রতিরোধ করেছে দিল্লি ক্যাপিটালস। অধিনায়ক হার্দিক পান্ডিয়ার অপরাজিত ফিফটিও এড়াতে পারেনি গুজরাটের হার। হেরেছে ৫ রানে।

- Advertisement -

আহমেদাবাদে টস জিতে আগে ব্যাটে নেমে ৮ উইকেট হারিয়ে ১৩০ রান করে দিল্লি ক্যাপিটালস। জবাবে ব্যাটে নেমে ৬ উইকেটে ১২৫ রান সংগ্রহ করতে পারে গুজরাট। দিল্লির কাছে হেরেও ৯ ম্যাচে ৬ জয়ে টেবিলের শীর্ষেই গুজরাট। অন্যদিকে ৯ ম্যাচে ৩ জয়ে দশে দিল্লি।

- Advertisement -google news follower

আগে ব্যাটে নেমে শুরুতেই বিপর্যয়ের শিকার হয় দিল্লি। মাত্র ২৩ রানে ফেরেন ৫ ব্যাটার। ষষ্ঠ উইকেট জুটিতে বিপর্যয় কাটিয়ে তোলেন অক্ষর প্যাটেল ও আমান হাকিম খান। ৭৩ রানে ফেরেন অক্ষর প্যাটেল। ৩০ বলে ২৭ রান করেন এ অলরাউন্ডার।

১২৬ রানে সপ্তম উইকেট হারায় দিল্লি। আমান ফেরেন ৪৪ বলে ৫১ রান করে। পরে সংগ্রহ ১৩০ রানে নিয়ে ফেরেন রিপল প্যাটেল। ১৩ বলে ২৩ রান করেন।

- Advertisement -islamibank

গুজরাটের হয়ে চারটি উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি। মোহিত নেন দুটি, রশিদ খান নেন ১ উইকেট।

জবাবে ব্যাটে নেমে গুজরাটও শুরুতে বিপর্যয়ে পড়ে। ৩২ রানে ফেরেন চার ব্যাটার। পঞ্চম উইকেটে ৬২ রানের জুটি গড়েন অভিনব মনোহর ও হার্দিক পান্ডিয়া। ৯৪ রানে ফেরেন মনোহর। ৩৩ বলে ২৬ রান করে। ১২২ রানে ফেরেন রাহুল তেওয়াতিয়া। ৭ বলে ২০ রান করে। ৫৩ বলে ৫৯ করে অপরাজিত থাকলেও দলকে জয়ের নোঙরে পৌঁছাতে ব্যর্থ হন হার্দিক। ৬ উইকেটে ১২৫ রানে থামে গুজরাটের ইনিংস।

দিল্লির হয়ে দুটি করে উইকেট নিয়েছেন খলিল আহমেদ ও ইশান্ত শর্মা। এনরিক নর্টজে ও কুলদীপ যাদব নেন একটি করে উইকেট।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM