নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্টিল মিলে লোহা গলানোর সময় বিস্ফোরণে শংকর (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দগ্ধ আরও ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (৪ মে) বিকাল ৫টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে আহতদের ভর্তি করা হয়। এসময় আহতাবস্থায় শংকর নামে ওই ব্যক্তির মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ‘রূপগঞ্জের স্টিল মিলে লোহা গলানোর সময় বিস্ফোরণে দগ্ধ হয়ে আহত সাত জনকে ঢাকা মেডিকেলে আনা হয়।
এর মধ্যে শংকর নামে একজনের মৃত্যু হয়। বাকিদের শরীরের ৮০ থেকে ৮৫ ভাগ পুড়ে গেছে।
বিস্ফোরণে দগ্ধরা হলেন- জুয়েল (২৫), রাব্বি (৩৫), ইব্রাহিম (৩৫), ইয়াছিন (৩৫), লিয়ন (২০), আলমগীর (৩৩)।
বর্তমানে তাদের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।
জেএন/পিআর