চট্টগ্রাম-৮ আসনের নবনির্বাচিত সংসদের সাথে চরণদ্বীপ আ’লীগের মতবিনিময়

চট্টগ্রাম-৮ আসনের নবনির্বাচিত সংসদ ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদের সাথে চরণদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

গত (৪ মে) বৃহস্পতিবার নগরীর কাজির দেউরি জেলা ক্রীড়া সংস্থা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

- Advertisement -google news follower

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের নবনির্বাচিত সংসদ ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলার প্রবীণ আওয়ামী লীগ নেতা আখতার উদ্দীন তালুকদার।

- Advertisement -islamibank

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমান্ডার আবদুল লতিফ, মোহাম্মদ শফিউল আলম তালুকদার, মোহাম্মদ এনাম উদ্দীন তালুকদার, ইলিয়াছ জাফর, ইসমাইল খান, আমিন খান, আবু বক্কর, মোহাম্মদ মহিউদ্দিন, আকবর আলী।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে নোমান আল মাহমুদ বলেন, ব্যক্তিগত রেষারেষিতে দীর্ঘদিন ধরে ইউনিয়ন কমিটি স্থানীয় ওয়ার্ড পর্যায়ে নেতাদের সঙ্গে আলোচনা না করেই অনুপ্রবেশকারীদের যোগদান, ত্যাগী নেতাদের ওপর হামলা ও বিরোধী মতের ও অনুপ্রবেশকারীদের বেশি প্রাধান্য দেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে অতি উৎসাহী কিছু নেতার বিতর্কিত কর্মকাণ্ডে দলও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তৃণমূলে দলকে শক্তিশালী ও গতিশীল করে চরণদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগকে এগিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, নেতা হতে হবে দলের নিয়মশৃঙ্খলা মেনে। নেতা হবেন ত্যাগী কর্মীরা। যারা দলের দুঃসময়ে দলের নেতৃত্ব দিয়েছেন। বসন্তের কোকিলদের দুঃসময় এলে তাদের হাজার ভোল্টের বাতি দিয়েও খুঁজে পাওয়া যাবে না। আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

প্রধান বক্তা আখতার উদ্দীন তালুকদার বলেন, ১৯৮৮ সাল থেকে ৯০ সাল পর্যন্ত আমি আখতার উদ্দীন তালুকদার ৬ টা মামলার আসামি হয়েছি, ৬ টা মামলার কারণে আমি দীর্ঘদিন কারাগারে বন্দি ছিলাম। আমাকে বেড়ি দিয়ে রাখা হয়েছিল, আমার মৃত্যুর গুজব ছড়িয়েছিল এলাকায়, আমার নেত্রী দেশরত্ন শেখ হাসিনা বোয়ালখালী এবং লালদিঘিতে আমার মুক্তি দাবি করেছিল।

বক্তব্য রাখেন প্রবীণ আওয়ামী লীগ নেতা আখতার উদ্দীন তালুকদার। তিনি বলেন, আজকে আমরা এত ত্যাগ করার পর, বোয়ালখালী চরণদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগকে সুসংগঠিত করার পর নব্য আওয়ামী লীগরা বলে আমরা নাকি হাইব্রীড।

আজকে এসব কথায় কান্না আসে। চরণদ্বীপ ইউনিয়ন আ’লীগের সভাপতি বাবর চৌধুরী ওনার পরিচয় কি, পারিবারিক ব্যাকগ্রাউন্ড কি? তিনি বোয়ালখালী উপজেলার জামাতে আমির অধ্যাপক শওকত ওসমান জি এম বাবরের একমাত্র ভাগিনা, ওনি শওকত ওসমানের হয়ে কাজ করছেন। ওনি বিভিন্ন ওয়ার্ডে বিএনপি জামাতের নেতা কর্মীদের দলের গুরুত্বপূর্ণ পদে আসিনি করছেন।

আওয়ামী লীগ দলের ত্যাগী নেতা-কর্মীরা মার খাচ্ছেন, বাড়িছাড়া হচ্ছে। দলের ক্ষতিকর কাজ করেও তাদেন কি শাস্তি হবে না আগে নির্ধারণ করা জরুরি।

তিনি আরও অভিযোগ করে বলেন, অতি উৎসাহী অনেকে নিজেদের সম্পদ অর্জন ও রক্ষা করতে বেশি ব্যস্ত থাকেন। তাদের কারণে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তারা ওয়ার্ড ও ইউনিয়ন কমিটিতে কারা থাকছেন জানেন না সংশ্লিষ্ট ইউনিটের নেতারাই। তাদের অভিযোগ একটি মহল নতুন কমিটির অনুমোদন নিয়ে যাচ্ছে তাই করে কমিটি করার পায়তারা করছেন।

আলোচনার প্রয়োজনও বোধ করেননি, আর এসব কমিটিতে তারা জামায়াত-বিএনপি, এমনকি ফ্রিডম পার্টির নেতাদেরও যুক্ত করতে যাচ্ছেন। কমিটিতে ঠাঁই পেতে চলছে, অথচ ত্যাগী নেতাদের স্থান হচ্ছে না। তাই চরণদ্বীপ ইউনিয়নের আ’লীগের নেতা-কর্মীদের চাওয়া যেনো যাচাই-বাছাই করে সঠিক ও যোগ্য ব্যাক্তিকে পদাধিকার করা হয়।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM