আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে শীর্ষে পাকিস্তান

নিউজিল্যান্ডকে টানা চতুর্থ ম্যাচে হারিয়ে প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ের সিংহাসনে বসে ইতিহাস গড়লো পাকিস্তান।

- Advertisement -

কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচের হোম সিরিজে দাপট দেখাচ্ছে পাকিস্তান। চতুর্থ ওয়ানডেতে সফরকারীদের ১০২ রানে হারায় স্বাগতিকরা।

- Advertisement -google news follower

করাচিতে প্রথমে ব্যাট করে অধিনায়ক বাবর আজমের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৩৩৪ রান করে পাকিস্তান। ১০৭ রানের ইনিংস খেলেন বাবর আজম।

জবাবে ২৩২ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। এই জয় দিয়েই অস্ট্রেলিয়া- ভারতকে পেছনে ফেলে ওয়ানডে র‍্যাংকিংয়ে প্রথমবার শীর্ষস্থান অর্জন করে আনপ্রেডিক্টেবল দলটি।

- Advertisement -islamibank

সিরিজ শুরুর আগে পাঁচ নম্বরে ছিলো দলটি। টানা তিন জয়ের পর এই ম্যাচে নামার আগে তাদের অবস্থান ছিল তিনে।

রেটিং পয়েন্ট ছিল ১১২। সমান ১১৩ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া শতাংশ ব্যবধানে এগিয়ে থেকে এক এবং ভারত ছিল দুইয়ে।

নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে পাকিস্তান দুই প্রতিদ্বন্দ্বীকে টপকে গেছে এক লাফে। তাদেরও রেটিং পয়েন্ট এখন ১১৩।

তবে অস্ট্রেলিয়া-ভারতের থেকে শতাংশ ব্যবধানে এগিয়ে গেছে বাবর আজমের দল।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM