যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় যুক্তরাজ্যের “বাংলাদেশ বৌদ্ধ বিহার ইউ.কে. তে” প্রথমবারের মতো পালিত হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা।
বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত পুণ্যোৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হচ্ছে। এই পবিত্র তিথিতে তথাগত গৌতম বুদ্ধ লুম্বিনীতে জন্মগ্রহণ করেছিলেন, বুদ্ধগয়ায় বোধিজ্ঞান বুদ্ধত্ব লাভ করেছিলেন এবং কুশীনগরে পরিনির্বাণ লাভ করেছিলেন।
৫ মে শুক্রবার সকাল হতেই বাংলাদেশ বৌদ্ধবিহার ইউ.কে তে সেখানে অবস্থানরত বাংলাদেশী বৌদ্ধরা সবাই জগতের সকল প্রাণীর মঙ্গল কামনায় বুদ্ধকে বন্দনা , প্রদীপ প্রজ্জ্বলন করেন, আরাধনায় নিমগ্ন হন এবং পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ ও সূত্রশ্রবণ করেন।
সারা বিশ্বে শান্তি কামনায় বিকালে সমবেত প্রার্থনা হয়, ডঃ সুমনা ভিক্ষু সমবেত প্রার্থনা পরিচালনা করেন। সন্ধ্যায় বুদ্ধ কীর্তন পরিবেশনা করেন বাংলাদেশ বৌদ্ধ বিহারের দায়ক দায়িকারা।
পরিশেষে, জগতের সকল প্রানীর মঙ্গল কামনায় সমবেত প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
জেএন/পিআর